লালপুরে মাদক ও জঙ্গিবাদ নিরসনে কমিউনিটি পুলিশিংয়ের সভা

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
বিপ্লব বিজয় তালুকদার বলেন, সারাদেশে প্রতি ৩ লাখ জনসাধারণের জন্য ৪২ জন পুলিশ সদস্য যথেষ্ট নয়, আমরা জনগণের পুলিশ। আপনাদের ঘরে ঘরে একজন পুলিশ সদস্য আছে। পুলিশিং কমিটির সদস্যদের অভিনন্দন জানাই। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি।
জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, ঘরে ঘরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলুন। জঙ্গিবাদকে আমরা বাংলাদেশে ঠাঁই দেব না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিং ফোরাম-এর সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, সহ কমিউনিপি পুলিশিং ফোরাম এর সদস্যসহ এলাকার সুধীজন।

স/শা