লালপুরে মহান বিজয় দিবস পালিত

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় যথাযোগ্য মর্যদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন কোরআনখানি, আলোচনা সভা, হাসপাতালগুলোতে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, বয়স্কাউটস্, গালস্গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্মিলিত কুসকাওয়াজ, শরীর চর্চা, রচনা, চিত্রাঙ্কণ, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃিততে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, আওয়ামীলীগ নেতা শামীম আহম্মেদ সাগর, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সহ বিভিন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স/অ