লালপুরে ভেজাল গুড় তৈরীর দায়ে তিনজনকে জরিমানা

লালপুর প্রতিনিধি:


নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মিজানুর রহমান, আবু হাসানও সাগর আলী নামের  তিন ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার তিন ভেজাল কারখানায় অভিযান চালিয়ে  জরমিানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

র‌্যাব জানায়, ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল ওই এলাকার তিনটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভেজাল গুড়, রং ও গুড় তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। এসময়  মিজানুর রহমান, আবু হাসানও সাগর আলী নামের তিন জন ভেজাল গুড় ব্যবসায়কে আটক করা হয়। তাদের ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি  জানান, ভেজাল গুড় উৎপাদনের অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় মিজানুর রহমানকে ৩০ হাজার, আবু হাসাকে ১ লাখ ও সাগর আলীকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

স/আ