লালপুরে ব্রিধান-৭২ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় জিং সমৃদ্ধ ব্রিধান ৭২ চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হারভেষ্ট প্লাস ও আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজনে ৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ধানাইদহপাড়া গ্রামের সাজদারের বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 
আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান,উপসহকারী জনি রহমান, মকবুল হোসেন, হারভেষ্ট প্লাস এর প্রতিনিধি সাইফুল ইসলাম এআরডিও, আভা ডেভেলপমেন্ট সোসাইটির কৃষি বিষয়ক কনসালটেন্ড ফেরদৌসি খানম,প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুর রউফ,মাজেদুর রহমান প্রমূখ।

 
মাঠ দিবসে শতাধিক কৃষক অংশ গ্রহন করে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবারে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুরে অনুরুপ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স/শ