লালপুরে বিশুদ্ধ কোরআন তেলোয়াত প্রতিযোগিতা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশুদ্ধ কোরআন তেলোয়াত, হামদ এ ইলাহী ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নূরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে প্রাকীর্তি ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন বন্ধু সার্ভিসের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বন্ধু সার্ভিসের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান লিকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন,  সমাজ সেবক সাইফুদ্দিন মালিথা , এনামুল হক, ঈদের আলী, বন্ধু সার্ভিসরে উপদেষ্টা রবিউল ইসলাম, আব্বাস আলী প্রমুখ।

প্রতিযোগিতায় প্রধান  বিচারকের দায়িত্ব পালন করেন নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক ক্বারী মহসিন আলম, আব্দুর রাজ্জাক, গৌরীপুর যিন নূরাইন কওমী মাদ্রাসার সুপার মুফতি মানসুরুল হক, সহকারী শিক্ষক আবু সাইম।
কুরআন তেলওয়াত প্রতিযেগিতায় প্রথম স্থান অধিকার করেন যিন নূরাইন কওমী মাদ্রাসার ছাত্র গোলাম আজম, দ্বিতীয়  নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার ছাত্র সাব্বির হোসেন ও তৃতীয়  আব্দুর রহিম।

 

হামদ এ এলাহী  নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার ছাত্রী প্রথম স্থান অধিকার করে  নুজহাত তাবাসসুম, দ্বিতীয় মাহাফুজা খাতুন,তৃতীয় গৌরীপুর যিন নূরাইন কওমী মাদ্রাসার ছাত্র মাহাবুবুর রহমান।

 

নাতে রাসুল (সা:) নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অধিকার করে সাকিবুল হাসান, দ্বিতীয়  ছাত্রী মাহাফুজা খাতুন, তৃতীয় সাব্বির আহম্মেদ।

প্রতিযোগিতায় অত্র অঞ্চলের গৌরীপুর যিন নূরাইন কওমী মাদ্রাসা, চামটিয়া হাফেজিয়া মাদ্রাসা ও নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার  শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

 
উল্লেখ্য অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাখাওয়াত হোসেন কিরণ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বন্ধু সার্ভিসের সভাপতি আনিছুর রহমান লিকন ঘোষনা করেন আগামী বছর থেকে ২নং ঈশ্বরদী ইউনিয়ন ব্যাপি সকল মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীরা  এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

স/অ