লালপুরে বিদেশী অস্ত্র-গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলায় একটি বিদেশী রিভলবার,একটি ওয়ান সুটার গান, একটি বিদেশী টিপ চাকু ও দুই রাউন্ড গুলি সহ তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজার থেকে অস্ত্র সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, লালপুরের ওয়ালিয়ার আমিনপাড়া মহল্লার আলমগীর হোসেন আমিনের ছেলে ফাইম হোসেন পলক (২০), সোনা সরকারের ছেলে সুইট সরকার (২১) ও আক্তারুল ইসলামের ছেলে বিজয় হোসেন (২০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় বাজারে একটি দোকানের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিল। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে তিনজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে তাদের ধরে ফেলে এবং তাদের দেহ তল্লাশী করে। তল্লাশীকালে তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটারগান , দুই রাউন্ড গুলি ও একটি বিদেশী টিপ চাকু উদ্ধার এবং তাদের আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং মজুদের অভিযোগে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান র‌্যাব।

স/অ