লালপুরে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনাসভা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে ১৫নং পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পিয়ান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে লালপুর মাধবপুর ব্র্যাক শাখার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও সিইপি আব্দুর রশিদের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পিয়ান ও আলোচনাসভা উপস্থিত ছিলেন, ব্র্যাক লালপুর উপজেলা শাখার সিনিয়র ব্যবস্থাপক আবু সালিক, ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিমানুর রহমান,  সহকারি শিক্ষক সিহাবুল ইসলাম, পাপিয়া খাতুন, নুরুন্নাহার বিনা, জুয়েল রানা, তরিকুল ইসলাম. ফিরোজুল ইসলাম, বেবি খাতুন, লিপিয়ারা খাতুন,অজুফা খাতুন, অফিস সহকারি শাহিনুর, পল্লী সমাজের সভাপ্রধান খায়রুন নেসা প্রমুখ।

 

বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পিয়ান ও আলোচনাসভা শেষে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের সামনে বাল্য বিবাহ বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ র‌্যালি ও মানব বন্ধন করা হয়।

স/অ