লালপুরে পদ্মা নদীতে ৭ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

আলাউদ্দীন জালাল, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ৫ টি কারেন্ট জাল আটক করে আগুন জ্বালিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুর আলম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
লালপুর উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী সিল্কসিট নিউজকে জানান,  লালপুরের পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে অবৈধ ভাবে মাছের পোনা ধরার ঘটনায় মৎস অফিস নদী তীরবর্তী এলাকায় জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়। তার পরও নদীতে জেলেরা অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুর আলম এর নেতৃত্বে নদীতে অভিযান চালালে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।

 

এসময় ৫ টি (১১ হাজার মিটার) করেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। পরে আগুন জ্বালিয়ে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

স/অ