লালপুরে পদ্মায় ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. রাদ ইসলাম (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৬ জুন ২০২৩) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে।
 মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মো. রাদ ইসলাম লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশের ইটভাটার নিচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। নদী থেকে উঠেতে না দেখে স্থানীয় প্রতিবেশী পরিবারকে জানালে খোঁজাখুজির পর অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, পানিতে ডুবে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, নিহত রাদ ইসলামের মা শিল্পী খাতুন তাঁর ভাগনি। তিন ভাই-বোনের মধ্যে রাদ সবার ছোট। তার বড় ভাই সেলিম হোসেন সৌদি আরব প্রবাসী ও বোন ইতি খাতুন বিবাহিত। সে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বাদ মাগরিব রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে নামজে জানাজা শেষে রামানন্দপুর-সন্তোষপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পানিতে ডুবে শিশু রাদ ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।