লালপুরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় ও লিফলেট বিতরণ

লালপুর প্রতিনিধি:
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নাটোরের লালপুর উপজেলায় মতবিনিময়সভা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তপন কুমার রায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থী বৃন্দ।

নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠানে উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মোট ৩০ হাজার ৯শ ৮২ টি সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়।