লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে মৌসুমের আখ মাড়াই শুরু

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। আজ শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এই মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।

গত বছর প্রায় ৫০ কেটি টাকা লোকসান নিয়ে চলতি মৌসুমেও লাভের মুখ দেখবেন না বলে মনে করছেন মিল কর্র্তৃপক্ষ।

মিলের সিবিএ সহসভাপতি গোলাম কাউছারের সঞ্চালনায় ব্যস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, আখ চাষী নেতা আনছার আলী দুলাল, সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন পাল প্রমূখ।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম সোহরাওয়ার্দী জানান, চলতি বছর মিল এলাকায় ২২ হাজার ৪০ একর জমিতে প্রায় ৩ লাখ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে ১৩০ কর্মদিবসে ২ লাখ ২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ ভাগ।

তিনি আরো জানান, এবছর মিল এলাকায় ১৫০টি অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াইকারী মালিকদের উকিল নোটিশ দেয়া হয়েছে।

স/অ