লালপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীদের পিটুনিতে গৃহবধু নিহত

লালপুর প্রতিনিধি:

নাটোর লালপুরে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে চাম্পা (৪০) নামের এক গৃহবধু প্রতিবেশীর পিটুনিতে নিহত হয়।

লালপুর থানা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার লালপুর উপজেলার দুড়দুড়িয়া পালপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী চাম্পা বেগম (৪০) বাড়ীর পাশের রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির শাক তুলতে থাকে। এসময় প্রতিবেশি মমজেদের স্ত্রী রুলি বেগমের সাথে কথা কাটাটি হয়।

একপর্যায়ে মমজেদের ও রবি  সকলে মারমুখি হয়ে চাম্পাকে মাথার উপরে আঘাত করলে। চাম্পার চিতকারে তার ছেলে আকাশ ও স্বামী আক্তার হোসেন এগিয়ে আসলে রুলি, রবি, মমজেদ একত্র হয়ে চাম্পা ও তার স্বামী, ছেলে কে মারপিট করে গুরুতর আহত করে।

প্রতিবেশি ও চাম্পার আত্বীয়স্বজনরা আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ শে ফেব্রুয়ারি সকালে গৃহবধু চাম্পার মুত্য হয়।

এই ঘটনায় মৃত চাম্পার ছেলে রাজন বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। লালপুর খানার পুলিশ আসামি রুলিকে গ্রেফতার করেছেন।

স/স্ব