লালপুরে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি, স্থানীয়দের উদ্বেগ প্রকাশ 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীযরা। গত আগস্ট মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী দুজন ভর্তি হলেও সেপ্টেম্বরে ভর্তি হয়েছেন আরো ৪জন।

উপজেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমন খবরে বুধবার (১৪ সেপ্টেম্বর) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম শাহাবুদ্দিন প্রমুখ।জেলা প্রশাসক স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন এবং এব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গতকাল এই হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। চলতি মাসে গত ১৩ দিনে এখানে ভর্তি হয়েছেন উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাকিল অর সালাম, ডেবরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে রবিউল ইসলাম, বাহাদুরপুর গ্রামের শাহবাজ আলীর ছেলে মোস্তাক হোসেন ও বিজয়পুর গ্রামের আফতাব আলীর ছেলে মোস্তাক হোসেন । এদের মধ্যে শাকিল ও রবিউল ইসলামের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

অন্যদিকে আগস্ট মাসে দুজন রোগী ভর্তি হয়েছিলেন। তারা হলেন উপজেলার মোহরকয়া গ্রামের রাহাত আলীর ছেলে আব্দুর রহমান ও কলোনিপাড়ার মতিউর রহমানের ছেলে জনি।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম জানান, এখানে তিনজন রোগী থাকলেও বুধবার সকালে একজনের নেগেটিভ আসায় তাকে ছুটি দেওয়া হয়েছে। অন্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস/আই