লালপুরে গরু বোঝাই ভুটভুটি উল্টে নিহত ১, আহত ৫

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে গরু বোঝাই ভুটভুটি উল্টে হযরত মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হযরত বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ভাদু প্রামানিকের ছেলে কমর আলী (৬০), আরেজ মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫), হরিনা গ্রামের চান্দু আলীর ছেলে পারুল (৫০) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের কাচু আলীর ছেলে দুলাল (৫০)।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভুটভুটি গাড়ি নিয়ে আসার পথে লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঈদগাহ মোড়ে সন্ধ্যা রাতে গাড়ী উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হযরত মন্ডলকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের আবু বক্করের ছেলে গাড়ির ড্রাইভার বিপ্লব হোসেন বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ৪ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স/শ