লালপুরে গণহত্যা দিবস পালন

লালপুর প্রতিনিধি :
উত্তর বঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এ গণহত্যা দিবস। মিলস্ কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মৃতির স্বরণে ফুলের পুস্প স্তবক অর্পন , আলোচনা সভা ও মিলাদ মহাফিল সহ নানান কর্মসূচী মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শহীদ সাগর চত্বরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য দেন, সুগার মিলের তৎকালীন প্রশাসক শহীদ লেঃ আনোয়ারুল আজিমের ছেলে আনোয়ারুল কবির, ডাঃ আনোয়ারুল ইকবাল , লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক – কর্মচারী ইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কাওসার প্রমুখ । এছাড়া শহীদ পরিবারের সদস্যবৃন্দ,মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।

সুগার মিলের তৎকালীন প্রশাসক শহীদ লেঃ আনোয়ারুল আজিমকে মরণোত্তর স্বাধীনতা পদক – ২০১৮ প্রদানের জন্য অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানান ।

 

স/আ