লালপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৭ মার্চ সোমবার সন্ধ্যায় লালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশের সভাপতিত্বে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, জেলা আওয়ামী লীগ সদস্য আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান,

লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, লালপুর শ্রী সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, সহকারী শিক্ষক বজলুর রহমান, প্রভাষক হাসিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম আওয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম শাহিন।

খেলা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শিলা খাতুন, সাজেদা বেগম, গুল বানু, ইউপি সদস্য আব্দুল গণি, ইউসুফ আলী, ইদ্রিস আলী ভুট্টু, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম, লিয়াকত আলী, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, মোরগ লড়াই, বালিশ খেলা, চেয়ার খেলা, যেমন খুশি তেমন সাজসহ ২১টি বিষয়ে প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন।
স/তা