লালপুরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


লালপুর (নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তেল, ডাল ও মসলা জাতীয় বিভিন্ন ফসল উৎপাদনের নানা কৌশল ও বাজারজাতকরণ সম্পর্কে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণে ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিআরডিবি হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরডিবির নাটোরের উপ-পরিচালক গোপাল চন্দ্র সাহা, শস্য উন্নয়ন কর্মকর্তা মোখলেসুর রহমান, অপ্রধান শস্য বিশেষজ্ঞ মো. হাফিজুর রহমান, জুনিয়র অফিসার (হিসাব) মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

এএইচ/এস