লালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে কৃষি প্রণোদনার আওতায় ২০১৯-২০ মৌসুমে উপজেলার ২ হাজার ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও তিলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

স/শা