লালপুরে ঐতিহ্যবাহী মনিটর কাপ বদন খেলা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের  লালপুর উপজেলার  দুড়দুড়ীয়া ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় ঐতিহ্যবাহী মনিটর কাপ বদন খেলা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বুধবার (২২ডিসেম্বর)  ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রাচীন এ খেলার আয়োজন করা হয়। রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর  ক্ষুদি ছয়খুটি  খেলোয়ার কল্যান একাদশ-  লালপুর উপজেলার দুড়দুড়ীড়ার  তালবাড়ীয়া যুব একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুড়দুড়ীড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।
বিশেষ অতিথি ছিলেন  সমাজ সেবক  নওশাদ আলী,  শাহিন আলম, মুজিবুর রহমান, খেলা পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক  আবু জাফর ও ছাত্র লীগ নেতা মিঠুন আলী প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়ে প্রাচীন এই  ঐতিহ্য বাহি খেলা উপভোগ করেন।  খেলা শেষে সন্ধ্যা রাতে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ খেলা দেখতে পেয়ে অনেকে আনন্দিত ।
জেএ/এফ