লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মনোনয়ন জমা দিয়েছে ১৩প্রার্থী

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ২য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ১৩জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন।
রবিবার (২১ এপ্রিল২০২৪) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন-  লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,  নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, আওয়ামী লীগ সমর্থক হাসেম আলী, উপজেলা  বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান, আওয়ামীলীগ সমর্থক মোঃ নাহারুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন ফরম জমা দিয়েছেন লালপুর উপজেলা মহিলা লীগের সভানেত্রী পারভীন আক্তার বানু, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা  ও আওয়ামীলীগ সমর্থক মাহাফুজা খাতুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মাসুদুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি সূত্রে জানাযায় ২১এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত  মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছিল। মনোনয়ন যাচাই এর তারিখ ২৩ এপ্রিল, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তির তারিখ ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল,  প্রতীক বরাদ্দের তারিখ ২মে এবং ভোট গ্রহণ আগামী ২১মে।