লালপুরে আগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ভস্মিভূত: দশ লক্ষাধিক টাকার ক্ষতি

লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরের আগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার ১৬ ডিসেম্বর গভীর রাতে বালিতিতা ইসলামপুর (থানাপাড়া) গ্রামের মইনুল ইসলাম বুলবুলের বাড়িতে ঘটনাটি ঘটে।

লালপুর ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানাযায়, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর (থানাপাড়া) গ্রামের মইনুল ইসলাম বুলবুলের বাড়িতে রাত সোয়া ৩ টার দিকে আগুন লেগে গোটা বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। লালপুর ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা আগুন নিয়ন্ত্রন করেন। এসময়ে বুলবুল তার ও বাড়ীর ভাড়াটিয়া লালপুর হাসপাতালের নার্স সাবিনা ইয়াসমিনের সমস্ত আসবাবপত্র, মটরসাইকেল, টিভি, ফ্রিজ, স্বর্নালকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও তাদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

এঘটনায় মইনুল ইসলাম বুলবুল ও সাবিনা ইয়াসমিন জানান, তাদের ব্যবহার যোগ্য কিছুই নেই, সবই পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার বেশী ক্ষতি হয়েছে।

লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বাড়িতে আগুনে পুড়ে আনুমানি ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স/অ