লালপুরের কলসনগর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

লালপুর প্রতিনিধি:
সরকারের টেকশই উন্নায়নের ধারাবাহিকতার অংশ হিসাবে লালপুরের কলসনগর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল শুরু হয়েছে। সুস্থ দেহ সুস্থমন পুষ্টি খাদ্য থাকলে পড়াশুনায় ছেলে মেয়রা ভালো করবে, শিক্ষার মানোন্নয়ন হবে, ঝরে পড়া ছেলে মেয়েরা স্কুল গমনে অনুপ্রেরণা পাবে আশাবাদ বিশিষ্টজনদের।

রোববার সকালে কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে মিড-ডে মিল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সহকারি শিক্ষা অফিসার হাবিবুর রহমান, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান জার্জিস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান নান্টুসহ,ম্যানিজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক কর্মচারি, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।