লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিককে পুলিশের চড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পেশাগত দায়িত্ব পালনের সময় পাকিস্তানের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিককে পুলিশের চড় মারার ঘটনায় সমালোচনার ঝড় ওঠেছে। পুরো ভিডিও ইন্টারনেটে আসতে না আসতেই ভাইরাল।

 

পাকিস্তানের করাচিতে অবস্থিত পাকিস্তান ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নদ্রা) কার্যালয়ের সামনে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। এই কার্যালয়ে সেবা নিতে আসা ব্যক্তিদের দুর্ভোগের কথা লাইভে তুলে ধরাই মূল কাজ ছিল চ্যানেল কে-২১-এর এই সাংবাদিকের।

 

জনদুর্ভোগ নিয়ে রিপোর্ট করার সময় সায়মা কানওয়াল নামের ওই টেলিভিশন রিপোর্টারকে চড় মারে পুলিশ। ভিডিওতে দেখা যায়, প্রথমে অভিযুক্ত ওই পুলিশ ক্যামেরাম্যানকে থামানোর চেষ্টা করেন। গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় পরে ওই অভিযুক্ত পুলিশের ভিডিও ক্যামেরায় ধারণ করতে নির্দেশ দেন রিপোর্টার। তাতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিক সায়মাকেই চড় মেরে বসেন।

 

এ ঘটনায় গুলবাহার থানা পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত পুলিশকে কাঠগড়ায় তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। এদিকে, প্রাতিষ্ঠানিক কার্যক্রমে হট্টগোল সৃষ্ঠির অভিযোগে ওই টিভি চ্যানেলের কর্মীদের বিপক্ষেও একটি এফআইয়ার করেছে পাকিস্তান ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নদ্রা)।

সূত্র: অনলাইন