লসঅ্যাঞ্জেলেসে বাবা-ভাইসহ ৪ জনকে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ক্যানোগা পার্কের নিজ বাসায় স্থানীয় সময় বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে নিজের বাবা-মা ও ভাইকে গুলি করেন গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক।

এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার মা।

এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গেরি।

আহতাবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন ওই নারী নিহত হন। নিহত নারীকে গেরি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ।

এর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করেন গেরি।

এর পর একটি বাসে গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গেরি জারাগোজাকে আটক করে পুলিশ।