লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপন পাকিস্তানি ক্রিকেটারদের

শুধুমাত্র ভারতে নয়, তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। লতা মঙ্গেশকরের জীবনাবসানে বিষাদের সুর পাকিস্তানেও। শিল্পীর প্রয়াণে যেমন শোকবার্তা পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, তেমনই শোকজ্ঞাপন করেছেন পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররাও।

টুইটারে লতা মঙ্গেশকরের একটি স্কেচ পোস্ট করেন বাবর আজম। সেখানে শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের বর্তমান অধিনায়ক লেখেন, ‘সোনালি যুগের অবসান। তার কণ্ঠ এবং উত্তরাধিকার কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। অতুলনীয় আইকন। শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।’

তাকে শ্রদ্ধার্ঘ্য জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। রমিজ রাজা লেখেন, ‘লতা মঙ্গেশকর দয়া, নম্রতা এবং সরলতার প্রতীক ছিলেন। সেই কারণেই তিনি মহান। সবাই তার থেকে শিক্ষা নিতে পারে। কিশোর কুমারের পর এখন তার প্রয়াণে আমি শোকাহত।’

প্রয়াত কিংবদন্তির জনপ্রিয় একটি গানের কলি ধরে তাকে শ্রদ্ধা জানান পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহম্মদ হাফিজ। তিনি লেখেন, ‘শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন