লক্ষ্মণ থেকে অশ্বিন, সবার সঙ্গে দাদাগিরি সৌরভের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিংহাসনে বসলেও টেলিভিশন পর্দায় সৌরভ গাঙ্গুলির ‘দাদাগিরি’ চলছেই। টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন-৮’ ইতিমধ্যে কয়েকমাস অতিক্রম করেছে। চলতি মৌসুমে ‘দিন বদলের দাদাগিরি’তে উপভোগ্য পর্বের সাক্ষী হচ্ছেন দর্শকরা।

রোববার ‘দাদাগিরি’র আরো একটি রোমাঞ্চকর এপিসোডের সাক্ষী হলেন তারা। এদিন জনপ্রিয় এ রিয়েলিটি শো’র মঞ্চে সৌরভের সঙ্গে দাদাগিরি করতে দেখা গেছে তার একসময়ে সতীর্থ ৬ ক্রিকেটারকে। তাদের ভারতীয় দলে দাদার ৬ সেনানী বললেও অত্যুক্তি হবে না।

দিকপাল ৬ ক্রিকেটারের তালিকায় রয়েছেন বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্মণ, জহির খান, হরভজন সিং ও মোহাম্মদ কাইফ। সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান ভারতীয় জাতীয় দলের একমাত্র সক্রিয় ক্রিকেটার ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বলার অপেক্ষা রাখে না, অশ্বিন বাদে বাকিরা সবাই জাতীয় দলে সৌরভের নেতৃত্বে সুখের সময় কাটিয়েছেন।২০০১ সালে দেশের মাটিতে টেস্টে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে সিরিজ জয় করেন তারা। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জেতেন ভাজ্জিরা। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ওঠেন তারাই।