লকডাউন প্রত্যাহার নেপালে

                                                                                                                                                                                                                                                    প্রায় চার মাস পর লকডাউনের অবসান হলো নেপালে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরেছে দেশটি।

গত মার্চে নেপালে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই দেশটিতে লকডাউন ঘোষণা করে সরকার।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেপালে এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।

নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লকডাউন প্রত্যাহার হলেও স্কুল ও সিনেমা হলগুলো বন্ধ থাকবে। এছাড়া বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। ৩০ জুলাই থেকে খুলছে সব হোটেল ও রেস্তোরাঁ। ১৭ আগস্ট থেকে চালু হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নেপালে প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার আগে সব আন্তর্জাতিক যাত্রীকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।