লকডাউনে ডাউনিং স্ট্রিটে পার্টি নিয়ে তদন্ত; ৫০ জনকে ইমেইল করবে পুলিশ

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে পার্টির আয়োজন করা হয়েছিল। বিষয়টি নিয়ে চাপের মধ্যে রয়েছেন বরিস জনসন। বিরোধী দল তো বটেই, নিজের দলের আইনপ্রণেতাদের অনেকে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। কারণ তিনি নিজ সরকারের ঘোষিত নির্দেশনা অমান্য করে পার্টিতে অংশ নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পার্টির বিষয়ে জানতে মেট্রোপলিটন পুলিশ ৫০ এর বেশি মানুষকে ইমেইল করবে। ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যকার সময়টাতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হবে নানা প্রশ্ন। যা ঘটেছিল তাতে তাদের দায় কতটা সে বিষয়েও তাদের জানাতে হবে।

ইমেইলে যাদের প্রশ্ন পাঠানো হবে তাদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারিও রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। কারণে যেসব পার্টির বিষয়ে তদন্ত হচ্ছে তার কয়েকটিতে বরিস জনসনও উপস্থিত ছিলেন। সাতদিনের মধ্যে ইমেইলের জবাব দিতে হবে- বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন