লকডাউনেও রাজশাহীর বাটার মোড়ের জিলাপী কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক:

লকডাউনেও রাজশাহী নগরীর বাটার মোড়ের জিলাপী কিনতে ভিড় তৈরি হচ্ছে প্রতিদিন। গতকাল শনিবার প্রথম রোজা থেকেই এই ভিড় হচ্ছে।

লকডাউনের কারণে গত প্রায় এক ধরে বন্ধ ছিল রাজশাহীর ঐতিহ্যবাহী বাটার মোড়ের জিলাপির দোকান। তবে রমজান উপলক্ষে এই জিলাপির দোকানটি শনিবার থেকে চালু করা হচ্ছে। তারপর আজ রবিবার বিকেলেও জিলাপি ভাজা শুরু হয়। এরপর চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই ঐতিহ্যবাহী জিলাপি কিনতে বিকেল থেকেই নগরবাসী ভিড় জমাতে শুরু করেন বাটার মোড়ে। তবে সামাজিক দূরত্ব বজাই রেখে জিলাপী কিনতে ভিড় করতে দেখা যায় ক্রেতাদের।

জিলাপির দোকান মালিকের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আগত ক্রেতাদের লাইনে দাঁড় করিয়ে একে একে দেওয়া হচ্ছে জিলাপি।

দোকানের কর্মচারী রমজান আলী বলেন আগত ক্রেতাদের ভিড় সামলাতে দূরত্ব বজায় রেখে সবাইকে লাইনে দাঁড় করানো হচ্ছে এরপর একে একে তাদের কাছে জিলাপি বিক্রি করা হচ্ছে।

জিলাপি কিনতে আসা আকবর আলী বলেন এই ঐতিহ্যবাহী জিলাপির স্বাদ আলাদা। একারণে করোনা আতঙ্কের মধ্যেও জিলাপি কিনতে এসেছি। তবে আগত সব ক্রেতাই লাইনে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থেকে জেলাতে কিনছেন।

স/আর