লংকানদের ধন্যবাদ দিলেন রোহিতরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের জন্য কী করলেন না লংকান সমর্থকরা। ম্যাচজুড়ে রোহিতদের জন্য গলা ফাটালেন, টাইগারদের উদ্দেশে বোতল ছুড়ে মারলেন এবং দুয়োধ্বনি শোনালেন। ভাবখানা এমন- যেন বাংলাদেশ হারলেই জিতে যায় তারা!

যাদের অকুণ্ঠ সমর্থন পেলেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকাটাই তো স্বাভাবিকই। রোহিতও স্বাগতিকদের ধন্যবাদ দিতে কুণ্ঠাবোধ করেননি, ‘এত মানুষ মাঠে এসেছে, এটি দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার এই যে, সবাই আমাদের সমর্থন করেছেন। এ জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্য লংকানদের একহাত নিতে ছাড়েননি ভারতীয় অধিনায়ক, ‘লংকানদের বিপক্ষে ম্যাচটা হলে চিত্রটা বদলে যেত। তবু এভাবে সমর্থন জোগানোর জন্য সবাইকে ধন্যবাদ।

অলিখিত ‘সেমিফাইনালে’ শেষ ওভারে বাংলাদেশের কাছে হেরে নিদাহাস ট্রাফি থেকে ছিটকে যায় শ্রীলংকা। নাটকীয় হারটা কোনোভাবেই মেনে নিতে পারেননি লংকানরা। একই ম্যাচে বাকবিতণ্ডায় জড়ান টাইগার-শ্রীলংকান ক্রিকেটাররা।

সেই সূত্রে আবেগের বশীকরণ হয়ে বাংলাদেশের শত্রু বনে গেছেন স্বাগতিকরা। সঙ্গত কারণে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে ভারতকে সমর্থন করেছেন তারা।

যুগান্তর