রবিবার , ২৩ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

র‍্যাবের কোনো সদস্যের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ ব্যবস্থা, বললেন হারুন

Paris
জুন ২৩, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
র‍্যাবের নয়া মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, ‘আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (২৩ জুন) র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘মাদক হচ্ছে সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাদকের সঙ্গে যা যুক্ত তাদের বোঝাতে হবে যে, আমরা মাদককে সমাজে স্থান দেব না। এমন একটা আন্দোলন না হলে এটি নির্মূল করা খুব কঠিন।’

সর্বশেষ - জাতীয়