সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোহিতের সঙ্গে ধোনির পার্থক্য কোথায়, জানালেন হরভজন

Paris
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল এমএস ধোনি। তার নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। ধোনির পর মাঝে লম্বা সময় শিরোপার স্বাদ পায়নি ভারত। অবশেষে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেই বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এবার এই দুজনের পার্থক্যই সামনে এনেছেন তাদের নেতৃত্বে খেলা সাবেক স্পিনার হরভজন সিং।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে রোহিত ও ধোনির নেতৃত্ব নিয়ে কথা বলেছেন হরভজন। সেখানেই তিনি জানিয়েছেন রোহিতের সঙ্গে ধোনির পার্থক্য কোথায়।

ধোনি ও রোহিতের নেতৃত্ব নিয়ে হরভজন বলেন, ‘ধোনি এবং রোহিত সম্পূর্ণ ভিন্ন নেতা। এমএস ধোনি কখনই কোনো খেলোয়াড়ের কাছে যাবেন না এবং তাকে জিজ্ঞাসা করবেন আপনার কী দরকার। তিনি আপনাকে আপনার ভুল থেকে শিখতে দেবেন।’

ধোনির অধীনে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে উদাহরণ হিসেবে হরভজন বলেন, ‘আমার একটা খেলা মনে আছে যখন আমরা সিএসকে-এর হয়ে খেলছিলাম। এমএস ধোনি কিপিং করছিল এবং আমি শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলাম। শার্দুল ঠাকুর বোলিং করছিলেন এবং প্রথম বলেই কেন উইলিয়ামসন তাকে চার মেরেছিলেন। পরের বলে, একই ফলাফল। আমি ধোনির কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে যেন শার্দুলকে ভিন্ন কিছু চেষ্টা করতে বলে।’

‘এমএস উত্তর দিয়েছিল, ‘পাজি, যদি আমি আজ তাকে বলি, তাহলে সে কখনই শিখবে না। তার চিন্তার কারণ, ‘ওকে মার খেতে দিন, সে নিজেই শিখবে। এটি এমএস ধোনির কৌশল ছিল। ‘

রোহিতের নেতৃত্ব নিয়ে হরভজন বলেন, ‘সে খুব আলাদা, সে প্রতিটি খেলোয়াড়ের সাথে কথা বলবে। তিনি এমন একজন যিনি আপনার কাঁধে তার হাত রাখবেন এবং আপনাকে বলবেন আপনার কাছ থেকে কী আশা করা হচ্ছে। তিনি আপনাকে সেই শক্তি দেবেন যে ‘হ্যাঁ আপনি এটি করতে পারেন’। তিনি প্রায় ১৩ বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারপর ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন- অভিজ্ঞতাটি কাজে এসেছে।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা