বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা প্রশংসাজনক’

Paris
জুলাই ৫, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকটকে পুরোবিশ্বের সামনে তুলে ধরতে অসাধারণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ গণমাধ্যম।

বৃহস্পতিবার সকালে লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি আয়োজিত ডেইলি স্টার সেন্টারে আলোচনায় এ কথা বলেন বাংলাদেশে নিয়োজিত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার ও নরওয়েররাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় তাঁরা বলেন, মিয়ানমারের ওপর যে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি হয়েছে তা রোহিঙ্গা ইস্যুটি নিয়ে একাধিক দিক থেকে রিপোর্টিংয়ের কারণে হয়েছে।

পাশাপাশি তাঁরা আরও বলেন, বাংলাদেশের সরকার ও জনগণসহ গণমাধ্যমের কাজ সত্যি প্রশংসাজনক।

বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল ২৪ এর রাহুল রাহা বলেন, গণমাধ্যম প্রশংসার কাজ করেছে, তবে পেশাদারিত্বে আত্মতুষ্টির স্থান নেই।

তবে আলোচকরা বলেন, রোহিঙ্গা নারী, শিশুসহ স্পর্শকাতর ইস্যুগুলোতে আরও একটু সাবধান হতে হবে।

অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবুল মনসুর, দৈনিকইত্তেফাকের কূটনীতিক বিষয়ক সম্পাদক মাইনুল আলম, ইউএনএইচসিআর এর প্রোটেকশন অফিসার ভিনসেন্ট গুলে ও পাবলিক ইনফরমেশন অফিসার জোসেফ সূর্য, কানাডা হাই কমিশনের পলিটিক্যাল ও ইকোনোমিক অ্যাডভাইজার সৈয়দ শাহনেওয়াজ মহসিন ও চলচ্চিত্র পরিচালক নোমান রবিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্যর প্রধান নির্বাহী রাইসুল হক চৌধুরী, সাংবাদিক মাকসুদ উন নবী ও সাংবাদিক জাকিয়া আহমেদ।

সাংবাদিক মোর্শেদ হাসিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই রোহিঙ্গাদের ওপর নির্মিত নোমান রবিনের ‘অ্যা কোয়ার্টার মাইলের’ কিছু অংশ প্রদর্শিত হয়।

সর্বশেষ - জাতীয়