রোহিঙ্গা সংকটকে কাশ্মির পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন সু চি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকটকে কাশ্মির পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। ভারত যেমন করে কাশ্মির পরিস্থিতিকে দেখে তেমন করেই রোহিঙ্গা পরিস্থিতিকে বিবেচনা করতে চান তিনি।

রোহিঙ্গা ও কাশ্মির পরিস্থিতির মধ্যে মিল রয়েছে দাবি করে তিনি বলেন, ‘কাশ্মিরে ভারত যে সমস্যা মোকাবিলা করছে সে একই সমস্যার মুখোমুখি আমরাও।’

সু চি বলেন, ‘চাহিদামাফিক আমাদের পর্যাপ্ত সম্পদ না থাকলেও নিষ্পাপ নাগরিকদের প্রতি আমাদের খেয়াল রাখতে হয়, কিন্তু প্রত্যেক নাগরিকের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি।’

 

তার সরকার কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে সে ব্যাপারে ব্যাখ্যা করে বলতে গিয়ে সু চি বলেন, ‘কিভাবে সন্ত্রাসী ও নির্দোষ মানুষের মধ্যে পার্থক্য করতে হবে তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনারা যারা ভারতে আছেন তারা এ বিষয়টির সঙ্গে ভালোভাবে পরিচিত। কারণ ভারতে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর লোক রয়েছে। কাশ্মিরের মতো এলাকা যেখানে আপনাদেরকে সন্ত্রাসবাদের মুখোমুখি হতে হয়, সেখানে নির্দোষ মানুষ যাদের কিনা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে একেবারেই সংশ্লিষ্টতা নেই তাদেরকে আলাদা করাটা কষ্টসাধ্য।’

এর আগে বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সু চির সঙ্গে দেখা করেছেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। ভারতও রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। তাদের সবাইকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারত।

সূত্র: বাংলা ট্রিবিউন