রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার প্রতিবাদে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া প্রতিনিধি:
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকার পরিচালিত গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং শরনার্থীদের ফেরত নেওয়ার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বিহারকোল মোড় বাজারে চারটা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার।

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও শিশু সংগঠণ ‘ভোর হলো’ এর আয়োজনে সারাদেশের ন্যায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নাট্যকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সূধীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

থিয়েটারের সভাপতি মাহবুব ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সদস্য শ্যামল কুমার রায়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, নিজেরা করি এনজিও এর আঞ্চলিক সমন্বয়কারী তপন কুমার, থিয়েটারের উপদেষ্টা মশিউর রহমান মানিক, গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি প্রমুখ।

স/শ