শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোমাঞ্চের অপেক্ষায় মুলতান টেস্ট

Paris
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুলতান টেস্টের চতুর্থ দিন রোমাঞ্চের অপেক্ষায়। জয়-হারের পাল্লা সমানভাবে ঝুলে আছে দুই দলের দিকেই। দিনটা কারা নিজেদের করে নেয়, সেটিই এখন দেখার। তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ডকে দ্রুতই গুটিয়ে দেয় পাকিস্তান, ২৯১ রানে।

সাজিদ খান এদিনও উইকেট শিকার অব্যাহত রেখে তুলে নেন মোট ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জ্যাক লিচ, শোয়েব বশিরদের দারুণ বোলিংয়ের সামনে পাকিস্তানি ব্যাটাররাও লড়েছেন। সালমান আগার গুরুত্বপূর্ণ ৬৩ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২২১ রান তুলে ইংলিশদের জয়ের জন্য ২৯৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। ইংলিশদের সেই রান তাড়ার শুরুতে সাফল্য পায় পাকিস্তান, ১১ রানে তুলে নেয় ২ উইকেট।

ইংলিশরা দিন শেষ করেছে ৩৬ রান নিয়ে। তাতে সমীকরণ দাঁড়াচ্ছে জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে বেন স্টোকসের দলকে করতে হবে ২৬১ রান। জ্যাক ক্রলি ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট ফিরে গেছেন দ্রুতই। ক্রিজে ওলি পোপ ও জো রুট।

দুই দলের দিকেই হেলে থাকা ম্যাচ নিয়ে ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড বলছিলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। তবে আমাদের লক্ষ্য থাকবে জয়।’ অর্থাৎ আজ একটু অসতর্ক হলেই ম্যাচ চলে যেতে পারে প্রতিপক্ষের মুঠোয়। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া সাজিদ খান দিন শেষেও তুলে নিয়েছেন ডাকেটকে। নোমান আলী ফিরিয়েছেন ক্রলিকে।

এই স্পিনারদের সামলানোই এখন মূল চ্যালেঞ্জ ইংলিশ ব্যাটারদের। ক্রিকইনফো

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা