রোনাল্ডোর পেনাল্টি মিস, হতাশার দিনেও সুখবর জুভেন্টাসের (ভিডিও)

৯৫ দিন পর শুক্রবার রাতে মাঠে ফিরল ইতালিয়ান ফুটবল। তবে করোনার কারণে দর্শকশূন্য ম্যাচ হওয়ায় গ্যালারির সমর্থকদের হতাশ মুখ দেখতে হয়নি জুভেন্টাসের।

এদিন ৭৫ মিনিট ধরে ১০ জনের এসি মিলানকে পেয়েও গোলশুন্য ড্র নিয়েই মাঠ ছাড়ল জুভেন্টাস।

সমর্থকদের সবচেয়ে বেশি হতাশ করেছেন সিআরসেভেন রোনাল্ডো।

ম্যাচের ১৬ মিনিটেই এসি মিলানের জালে বল জড়াতে পারত জুভেন্টাস। পেনাল্টি পেয়ে স্পটকিক নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। তার জোড়ালো শট ডানদিকের বারে লেগে গোল হয়নি।

রোনাল্ডোর সেই পেনাল্টি মিস দেখুন –

♤_Fianso_♧@LeoFianso

Cristiano Ronaldo misses a penalty after the first quarter of an hour after the return of matches in Italy 🤷‍♂️

See ♤_Fianso_♧’s other Tweets

ঘরের মাঠে দ্বিতীয় লেগে এভাবেই দলকে ডোবাতে বসেছিলেন এই পর্তুগিজ তারকা।

ওই পেনাল্টির পর ৩০ সেকেন্ডের মাথায় জুভ ডিফেন্ডার দানিলোর সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন আন্তে রেবিক। এর পর থেকে খেলা শেষ অবধি ১০ জন নিয়েই জুভেন্টাসের বিপক্ষে খেলে যায় এসি মিলান।

১০ জনের দল পেয়ে এসি মিলানের ওপর বেশ চড়াও হয়েই খেলে জুভেন্টাস। একের পর এক সুযোগ মিস করে রোনাল্ডো, মাতুইদি ও দিবালা কেউ গোলের দেখা পায়নি। এসি মিলান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমাকে ফাঁকি দিতে পারেননি কেউ।

ফলাফল ০-০ ড্র নিয়েই মাঠ ছাড়ল দুই দল।

এমন হতাশাজনক খেলা দেখার পরও দিন শেষে সুখবর পেল জুভি সমর্থকরা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্রয়ের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে নাম লিখিয়েছে জুভরা।

আগামী ১৭ জুন রোমের স্তাদিও অলিম্পিকে স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ।