‘রোনালদো স্বার্থপর’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উয়েফার অনুষ্ঠানে না যাওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘স্বার্থপর’ বলেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ

উয়েফার অনুষ্ঠানে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে যে সমালোচনা হবে, তা জানাই ছিল। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ মুখ খুললেন সবার আগে। উয়েফার অনুষ্ঠানে পর্তুগিজ তারকার অনুপস্থিতি মোটেও পছন্দ হয়নি ক্রোয়েশিয়ার এই কোচের। তাঁর মতে, রোনালদো স্বার্থপর, সে শুধু নিজের গোল নিয়েই ভাবে।

ইএসপিএন জানিয়েছে, উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লুকা মদরিচ পাওয়ায় ক্ষোভে সেই অনুষ্ঠানে যাননি রোনালদো। পুরস্কারটির জন্য মনোনীত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোও ছিলেন। কিন্তু বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি তিনি পাচ্ছেন না—এটা নাকি গোপন এক সূত্রের মাধ্যমে আগেই জেনে গিয়েছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। রেগে গিয়ে তাই বাতিল করে দেন মোনাকোয় যাওয়ার পরিকল্পনা। অনুষ্ঠান শুরুর ঘণ্টা দুয়েক আগে এক ঘনিষ্ঠ বন্ধু ফোন করে খবরটা দেন রোনালদোকে। তারপরই মত পরিবর্তন করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর এই আচরণে তাঁর ওপর মহা খাপ্পা দালিচ বলেন, ‘রোনালদো স্বার্থপর। আমি কখনোই তাঁকে আমার দলে চাই না। সে এমন খেলোয়াড়, যে ভাবে, “আমরা হেরে যাওয়ার চেয়ে নিজের গোলের গুরুত্বই বেশি।”’