রোনালদোর ৫০০তম গোলে ফাইনালে রিয়াল মাদ্রিদ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০তম গোল পূরণ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর সেই উপলক্ষটা রাঙিয়ে নিয়েছেন পতুর্গিজ যুবরাজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে। মেক্সিকান দল ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জাপানের ক্লাব কাশিমা।

কোনও অঘটন নয়, প্রত্যাশামতোই ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই অর্ধের দুই ইনজুরি টাইমে ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজিমার লক্ষ্যভেদে মেক্সিকান দল ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জাপানের ক্লাব কাশিমা।

প্লে অফের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনাল জিতে ক্লাব আমেরিকা নিশ্চিত করেছিল সেমিফাইনাল। জাপানের আবহাওয়ার সঙ্গে তাই নিজেদের বেশ ভালোমতোই মানিয়ে নিয়েছিল তারা। বিপরীতে সেমিফাইনাল দিয়েই ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করেছিল রিয়াল। প্রথমবার মাঠে নামার ধাক্কা সামলে উঠতে তাই খানিকটা সময় লেগেছে স্প্যানিশ ক্লাবটির। এগিয়ে যেতেও তাই লেগেছে বেশ খানিকটা সময়। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে তারা এগিয়ে যায় বেনজিমার গোলে। টোনি ক্রোসের বুদ্ধিদীপ্ত পাস বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে চমৎকার এক গোল করেন ফরাসি তারকা।

এর পর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল রিয়াল। যদিও কাজে লাগাতে পারেনি তা। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে নাম লেখাতে যাচ্ছে রিয়াল। যদিও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ইউরোপ চ্যাম্পিয়নরা পেয়ে যায় দ্বিতীয় গোল। ফুটবলদেবতা হতাশ করেননি রোনালদোকে, গোটা ম্যাচে বেশ কয়েকবার গোল বঞ্চিত হওয়া পর্তুগিজ যুবরাজ হামেস রোদ্রিগেসের পাস থেকে করেন ক্লাব ক্যারিয়ারে নিজের ৫০০তম গোল।

সূত্র: বাংলা ট্রিবিউন