রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোল আর ওয়েস্টন ম্যাককেনির এক গোলে  ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস।

খেলতে নেমে ১২ মিনিটেই মস্ত বড় ভুল করে বার্সার ডিফেন্ডার। রোনালদোকে ফাউল করে বসেন চোট কাটিয়ে এক মাস পর সম্প্রতি ফেরা ডিফেন্ডার রোনালদো আরাহো। স্পট কিক থেকে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। ডান দিক থেকে কুয়াদরাদোর ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে শরীর পুরো শূন্যে ভাসিয়ে ডান পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। দুই মিনিট পর ব্যবধান কমার সম্ভাবনা জেগেছিল; তবে মেসির দূরপাল্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ৪২ বছর বয়সী গোলরক্ষক বুফ্ফন। তার প্রচেষ্টা আর আলোর মুখ দেখেনি। ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালিয়ান জায়ান্টরা।

বিরতির পরো দুই গোলে এগিয়ে থাকা জুভেন্টাস আক্রমণের ধার বাড়ায়। ৪৮ মিনিটে অ্যারন রামসির এমন শট বার্সা গোলরক্ষক টের স্টেগেনে প্রতিহত হয়। ৫১ মিনিটে আবারো বার্সা সমর্থকদের মাথায় হাত। আবারো পেনাল্টি পায় জুভেন্টাস। এবার জোরালো কোনাকুনি শটে গোলটি করেন রোনালদো।

এদিকে, ছয় মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে গ্রিজমানের হেড পোস্টে বাধা পায়। ৬৫তম মিনিটে আবারও মেসিকে বিমুখ করেন বুফ্ফন। ৭০তম মিনিটে বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি; তবে আগমুহূর্তে গ্রিজমান অফসাইডে থাকায় সেটাও বাতিল হয়ে যায়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারও মেসিকে হতাশ করেন বুফ্ফন। অনেক চেষ্টা করেও বুফ্ফনকে পরাস্ত করতে পারেননি। শেষ পর্যন্ত কোনো গোলই পাননি মেসি। অবশেষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

 

সূত্রঃ কালের কণ্ঠ