রেফারিকে ধাক্কা মারার দায়ে পাঁচ ম্যাচের জন্য বহিষ্কার রোনাল্ডো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

স্প্যানিশ সুপার লীগে বার্সেলোনার বিরুদ্ধে রেয়াল মাদ্রিদের ম্যাচের সময় রেফারিকে ধাক্কা মারার অপরাধে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পাঁচ ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে।

রেয়াল ঐ ম্যাচে ৩-১ গোলে বার্সেলোনাকে পরাজিত করেছে। এরপর টুর্নামেন্টে আর তিনি দ্বিতীয় দফা খেলতে পারবেন না।

বার্সেলোনার সাথে ম্যাচে দুটি হলুদ কার্ডের সুবাদে তাকে একটি ম্যাচ থেকে বহিষ্কার করা হয়।

আর পরে রেফারিকে পেছন থেকে ধাক্কা মারার জন্য তাকে আরো চারটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে তাকে আপিল করার জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে।

রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড স্প্যানিশ সুপার লীগে ম্যাচ খেলতে না পারলেও চ্যাম্পিয়ান্স লীগে খেলতে পারবেন।