রেফারিংয়ে অখুশি বাফুফে সভাপতিও

রেফারিং নিয়ে এই মৌসুমে একের পর এক বিতর্ক চলছে। প্রায় সব ম্যাচেই বাজে সিদ্ধান্তের শিকার হচ্ছে কোনো না কোনো দল। মোহামেডানের বিপক্ষে সর্বশেষ রেফারিং নিয়ে অসন্তোষ জানিয়ে সাইফ স্পোর্টিং ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে। এভাবে চলতে থাকলে ফিফা, এফসিতে অভিযোগ জানানোর হুমকি দিয়েও চিঠি দিয়েছে তারা বাফুফেতে।

রবিবার চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনীতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন, ‘রেফারিদের ধারাবাহিকতা নেই। কঠিন পরিস্থিতি সামলানোর মতো যথেষ্ট পরিণত না ওরা। সম্প্রতি দেখেছি সাইফের বিরুদ্ধে বেশ কিছু অন্যায় সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরার বিপক্ষে পুলিশের ম্যাচের রেফারিং নিয়েও আমি খুশি না। সে জন্য ওদের সতর্ক হতে বলেছি। ’

লিগের শুরুতেই বিদেশি রেফারি আনার দাবি জানিয়ে রেখেছিল সাইফ। কাজী সালাউদ্দিনও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারির পক্ষে ছিলেন। তবে আর্থিকসহ বেশ কিছু কারণে এখনো এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি। খেলোয়াড়, কর্মকর্তাদেরও আচরণের ব্যাপারে সতর্ক করেছেন তিনি, ‘খেলোয়াড়দেরও সমস্যা আছে। কর্মকতাদেরও। এসব রেফারির রিপোর্টে আসে না। যে কারণে আমরা ব্যবস্থা নিতে পারি না। ’

অবশ্য ডাগআউটে বাফুফে কর্মকর্তাদের থাকার বিষয় নিয়ে কিছুই বলেননি তিনি। এর আগে জানিয়েছিলেন বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এই মুহূর্তে বাফুফে কার্যনির্বাহী কমিটিতে থাকা সদস্যরা তাই যাঁর যাঁর দলের ডাগআউটে বসতে পারছেন। এই কর্মকর্তারা মাঠে বসে রেফারিদের সিদ্ধান্ত প্রভাবিত করেন বলেই দীর্ঘদিনের অভিযোগ।

 

সূত্রঃ কালের কণ্ঠ