রেজারের নতুন ফোনে থাকবে ৫১২জিবি স্টোরেজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমানে অত্যন্ত দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ফোন গেইমিং। ফলে প্রতিটি কোম্পানিই বানাচ্ছে গেইমিং ফোন।

এ ঘরানাটি যে গেইমিং ফোনের মাধ্যমে শুরু হয়েছিলো তার নতুন সংস্করণ আসছে। আনটুটু বেঞ্চমার্কের সাইটে রেজার ফোন ২ এর দেখা মিলেছে।

ফোনটিতে দেয়া হয়েছে ২৫৬০*১৪৪০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে, যার অনুপাত হালের ১৯:৯ নয় বরং পুরাতন ১৬:৯। প্রসেসর দেয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, যার মধ্যে থাকছে অ্যাড্রিনো ৬৩০ জিপিউ।

রেজার ফোন ২ এ থাকছে ৮ গিগাবাইট র‍্যাম। স্টোরেজ দেয়া হবে ৫১২ গিগাবাইট। অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও, তবে বাজারে সরাসরি অ্যান্ড্রয়েড ৯ পাই দিয়েও ছাড়া হতে পারে।

অদ্ভুতুড়ে ব্যাপার এটাই, যে ফোনটি শাওমি ব্ল্যাকশার্ককে পারফরমেন্সে হারাতে পারেনি। আনটুটু বেঞ্চমার্ক অনুযায়ী, রেজার ফোন ২ এর স্কোর ২ লাখ ৮৪ হাজার পয়েন্ট, যেখানে ব্ল্যাকশার্কের পয়েন্ট ২ লাখ ৯২ হাজার।

সম্ভাবনা আছে, ফোনটি বাজারে আনার আগে তার সফটওয়্যারের সমস্যা দূর করার ফলে এ স্কোর আরও বাড়বে। এদিকে, নতুন ফোন উন্মোচনের আগে রেজার তাদের প্রথম ফোনের দাম নামিয়ে এনেছে ৪০০ ডলারে।

গিজচায়না অবলম্বনে