রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঋণ অুনমোদন রাশিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে ১১ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে রাশিয়া। সোমবার (১৮ জুলাই) সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা ইতার তাস।

বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার, যার ৯০ শতাংশ ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া সরকার। বাকী টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার। বছরে দুই কিস্তিতে পরিশোধযোগ্য এ ঋণের সুদ ধরা হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। সমান কিস্তিতে ২০ বছরে ঋণের টাকা পরিশোধ করবে বাংলাদেশ, যা শুরু হবে ২০২৭ সালের ১৫ মার্চ থেকে।

সংস্থার খবরে বলা হয়, ঋণের ৯০ শতাংশ প্রকল্প কাজে ব্যয় হবে। বছরে দুই কিস্তি করে বাংলাদেশকে এই ঋণ শোধ করতে হবে পরবর্তী ২০ বছরে। ঋণের প্রথম কিস্তি দিতে হবে ২০২৭ সালের ১৫ মার্চ। রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে পদ্মা নদীর পুর্বপাড়ে ১ হাজার ৬২ একর জমিতে দেশের প্রথম পারমানবিক এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ২০১৭ সালে শুরু হয়ে ২০২৪ সালে শেষ হওয়ার কথা।

পারমানবিক এ বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পৃথক দু’টি রিএ্যক্টর থাকবে। প্রথমটির উৎপাদন শুরু হবে ২০২২ সালে এবং দ্বিতীয়টির উৎপাদন শুরু হবে ২০২৩ সালে। বিদ্যুৎকেন্দ্রের দুই রিএ্যক্টরের উৎপাদন সক্ষমতা থাকবে ৬০ বছর।

চুক্তি অনুযায়ী, রাশিয়ান নির্মাতা প্রতিষ্ঠান বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর প্রথম বছর বাণিজ্যিক ব্যবস্থাপনা দেখভাল করবে। এরপর পুরো দায়িত্ব বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। পরমাণু এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর চুক্তি হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের।

সূত্র: বাংলামেইল