রুয়েট শিবির সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা শিবিরের সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিবির নেতার নাম নাসির উদ্দিন। সে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্র্র্থী।

পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে হল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী নাসিরকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে রুয়েট শাখা শিবিরের সভাপতি বলে স্বীকার করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান তপু বলেন, ‘নাশকতা করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করি। সে শিবিরের সভাপতি জানতে পেরে আমরা তাকে পুলিশে সোপর্দ করি।’

মতিহার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাবুব হোসেন জানান, ‘রুয়েট শিবির সভাপতিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স/অ