রুয়েটে রোবটিক্স প্রতিযোগিতা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে রোবটিক্স প্রতিযোগিতা-২০১৯। সকাল ৯টায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিযোগিতাটির আয়োজন করেছে।

প্রতিযোগিতাটি ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেজ, রোবো রেসলিং, মাড রোভার ও স্পিড ব্যাটেল। উদ্বোধনের পর পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শন করবেন। এরপর বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের প্রদর্শিত প্রোজেক্টগুলোর মধ্যে থেকে বাছাই করে বিজয়ী নির্ধারণ করা হবে।
বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ইভেন্টে মোট দশজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। বিজয়ী টিমরা সর্বমোট ২ লাখ ১৮ হাজার টাকার প্রাইজমানি পাবে।

মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সজল কুমার দাস বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে, যা পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।’ এসব ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাপ্ত সমর্থন পাওয়া গেলে দেশের প্রযুক্তি খাত অনেক দুর এগিয়ে যাবেন বলে মনে করেন তিনি।

স/অ