নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ৯ঃ৩০ টায় রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজন কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন।

এছাড়াও অন্যান্যদের উপস্থিত ছিলেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক মোঃ আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় মোট ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সিভিল বিভাগ বনাম বিইসিএম বিভাগের অংশগ্রহণের মধ্যে দিয়ে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়াও এদিন ফেন্সিং অব প্লে-গ্রাউন্ড, রুয়েট ও ভিয়েক্যাল গ্যারেজ( স্টিল স্ট্র্যাকচার) নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

স/অ