রুয়েটে গবেষণা প্রকল্পের সমাপনী প্রতিবেদন উপস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯ টায় রুয়েটের ভার্চুয়াল কনফারেন্স রুমে দিনব্যাপী গবেষণা প্রকল্পের সমাপনী প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল ,পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, মানবিক ও ফলিত বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন ত ও ই কৌশল বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল।

সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের অধীনে পরিচালিত চলমান গবেষণা প্রকল্প সমূহের সমাপনী প্রতিবেদন উপস্থাপন করা হয়।