রুয়েটে ঈদুল আযহার ছুটি শুরু ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১০ আগস্ট (শনিবার) থেকে ১৮ আগস্ট (রবিবার) পর্যন্ত ছুটি থাকবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) । এছাড়া ৮ ও ৯ আগস্ট সাপ্তাহিক ছুটি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। ছুটিকালীন রুয়েটে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার সকালে রুয়েটের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিকালীন রুয়েটে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকাণ্ড চলবে। বিশ্ববিদ্যালয়ের হলসমূহ আগামী ৯ আগস্ট (শুক্রবার) থেকে ১৮ আগস্ট (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এজন্য হলে বসবাসরত ছাত্র/ছাত্রীদের আগামী ৮ আগস্ট দুপুর আড়াইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের ছুটি শেষে ১৯ আগস্ট থেকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সকল বিভাগের ক্লাসসমূহও এদিন থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

স/শা