রুশ কম্পানি ক্যাস্পারস্কি থেকে সতর্ক থাকতে বলল জার্মানি

কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করা রুশ অ্যান্টিভাইরাস ক্যাস্পারস্কিকে এখন হুমকি হিসেবে দেখছে জার্মানির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ দ্য ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি (বিএসআই)। সফটওয়্যারটি ব্যবহারে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি। তাদের বক্তব্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাইবার হামলার আশঙ্কা রয়েছে। আইটি কম্পানিটি নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নির্দিষ্ট সিস্টেমে টার্গেট করে হামলা চালাতে পারে।

প্রতিষ্ঠানটির অগোচরে সাইবার অভিযান চালানো কিংবা গ্রাহকদের বিরুদ্ধে হামলা চালানোর অস্ত্র হিসেবে তাদের পণ্য ব্যবহার করা হতে পারে। তাই ক্যাস্পারস্কির বদলে অন্য কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে বিএসআই।
তবে ক্যাস্পারস্কি জানিয়েছে, রাজনৈতিক কারণে এমন সতর্কবার্তা জারি করা হয়েছে। রুশ সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা বেসরকারি প্রতিষ্ঠান। তাদের ডাটা প্রসেসিংয়ের কাজও রাশিয়ায় হয় না।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ডাটা প্রসেসিংয়ের সব ধরনের অবকাঠামো সুইজারল্যান্ডে স্থানান্তর করেছে ক্যাস্পারস্কি।

 

সূত্রঃ কালের কণ্ঠ